হাসপাতালে জুলাই আহতদের মধ্যে বাড়ছে বিভাজন দ্বন্দ্ব ঘটছে অপ্রীতিকর ঘটনা

হাসপাতালে জুলাই আহতদের মধ্যে বাড়ছে বিভাজন-দ্বন্দ্ব, ঘটছে অপ্রীতিকর ঘটনা

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নেওয়ায় তাদের মধ্যে গড়ে উঠেছে একাধিক গ্রুপ ও সিন্ডিকেট। সিন্ডিকেটের কিছু সদস্য সরকারের ওপর মহলের সঙ্গে যোগাযোগ করে অর্থ এনে তা নিজেরা ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন। আর আহতদের দেওয়া হচ্ছে সামান্য। অনেকেই জানেন না, তাদের নামে কত টাকা এসেছে বা কোথায় তা খরচ হচ্ছে। ‘জুলাই যোদ্ধা সংসদ’, ‘ওয়ারিয়রস অব জুলাই’, ‘ভয়েস অব জুলাই’সহ নানা গ্রুপের মধ্যে এখন চলছে দোষারোপ, বিভাজন ও সন্দেহ।

‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে জুলাই আহতদের নিয়ে কাজ করছে এমন একটি প্লাটফর্মের সদস্য সচিব আপন বলেন, আমাদের আগে জুলাই আহতদের নিয়ে কাজ করছেন ‘ওয়ারিয়রস অব জুলাই’। আবার ‘ভয়েস অব জুলাই’ নামে সাভার ও আশুলিয়া এলাকায় আরেকটি কমিটি গঠিত হচ্ছে। এ ছাড়া আরও কিছু গ্রুপ আহতদের নিয়ে কাজ শুরু করেছে। দুঃখজনকভাবে, অনেকেই আজ টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *