University Grants Comission

সাবেক চেয়ারম্যানসহ ইউজিসির ১৩ কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা

সাবেক চেয়ারম্যানসহ ইউজিসির ১৩ কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে আহত হওয়ার ঘটনায় মামলা করেছেন বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের শিক্ষার্থী রবিউস সানি শিপু। গত ১১ সেপ্টেম্বর আশুলিয়া থানার ২৬ নাম্বার মামলায় ধারা ১৪৭, ১৪৮, ১৫৩, ১২০ (বি), ৩২৩, ৩২৬, ৩০৭, ১০৯, ৩৪ পেনাল কোডে ২৯ জনকে আসামি করা হয়।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতি, আশুলিয়া থানার সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম এবং পুলিশের বিভিন্ন সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মোট ১৬ জনকে আগ্নেয়াস্ত্র, লাঠি-সোটা, দেশিয় অস্ত্র দিয়ে সংঘবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে আহত করার অভিযোগে আসামি করা হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করায় রবিউস সানি শিপু নিজ এলাকায় আন্দোলনে যোগ দেন। গত ৪ আগস্ট বাইপাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অতর্কিতেভাবে গুলি ছোঁড়ে।

ফ্রন্টলাইনে থাকায় রবিউস সানি শিপুর পেটে এবং পায়ে পুলিশ ও আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলি করে। এতে মারাত্মক আহত হয়ে তিনি প্রায় ১৫ দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন

 

আসামিদের মধ্যে গতকাল শুক্রবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আরাফাত হোসেন র‌্যাব এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বাকি আসামিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা যায়নি।

ইউজিসির সাবেক চেয়ারম্যান, সদস্য এবং বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘আমরা এ বিষয়টি আজকেই কেবল শুনেছি। কমিশনে যারা নতুন সদস্য হিসেবে যোগদান করেছেন, তাদের সঙ্গে কথা বলে দ্রুতই করণীয় ঠিক করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *