রোবোটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাব গৌরবময় সাফল্য অর্জন
রোবোটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাব গৌরবময় সাফল্য অর্জন
গত ২০,২১ এবং ২২ নভেম্বর ২০২৪ ইং তারিখে রাজধানীর ‘সরকারি বিজ্ঞান কলেজ’এ আয়োজিত ১১তম সাইন্স ফেস্টিভালের বিভিন্ন ইভেন্টে মাইলস্টোন কলেজের ‘রোবোটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাব’ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ২০টি বিশ্ববিদ্যালয় এবং ৩৫টি কলেজের মধ্যে মাইলস্টোন কলেজের ‘রোবোটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাব’ গৌরবময় সাফল্য অর্জন করে। ‘মানি হেইস্ট’ ইভেন্টে ৩য় স্থান ও ‘রোবো সকার’ ইভেন্টে ৫ম স্থান লাভ করে ।
রোবো সকার প্রতিযোগিতায় ২০ টি বিশ্ববিদ্যালয় এবং কলেজের মধ্যে একমাত্র মাইলস্টোন কলেজ অংশগ্রহণ করে। এছাড়াও ‘রোবটিক্স এন্ড ইলেকট্রনিক্স ক্লাব’ মাইলস্টোন কলেজ থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করায়, এর দলনেতা আবরার ইনতিসার ১০,০০০ পয়েন্ট অর্জন করে শীর্ষ ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও সেরা প্রাতিষ্ঠানিক সংগঠক এর পুরস্কার অর্জন করে ।
সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদেরকে মাইলস্টোন কলেজের মাননীয় অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।