মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণী-২০২৪ উপলক্ষ্যে ডিয়াবাড়ি স্থায়ী প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আব্দুল বারী, যুগ্ম সচিব (অব.), প্রাক্তন বিভাগীয় কমিশনার, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বমান্য উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)।
শিক্ষার্থীদের এ আনন্দ আয়োজনে স্বাগত বক্তব্যে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, নবীন শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের অতীত অর্জনকে মননে ধারণ করে সততা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধি করবে।
এছাড়া উচ্চশিক্ষায় দেশে-বিদেশে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে নিজেদের আসন নিশ্চিত করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কে. জি. স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম,বিভিন্ন ব্রাঞ্চের অধ্যক্ষগণ, উপধ্যক্ষবৃন্দ, অনুষদ সদস্যগণ ও শিক্ষার্থীবৃন্দ।
আনন্দঘন দিনটিতে কলেজের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণ করেন জনপ্রিয় কন্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া, তিনি চ্যানেল নাইনে পাওয়ার ভয়েস ২০১২ তে অংশগ্রহণ করে রানার্সআপ হন ।
উপধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলমের সর্বাত্মক সহযোগিতায় এই আনন্দ আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষা প্রসারে মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা কর্নেল নুরন্ নবীর ভূয়সী প্রশংসা করে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, মানবজীবনে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য আত্মমর্যাদা, ব্যক্তিত্ব, স্বনির্ভরতা, দুরন্ত গতিবেগ, সৃজন, নির্ভীকতা, সংস্কৃতিবোধ ও স্বদেশপ্রেম।