পাকিস্তান শেষ ২৭৪ রানে
রাওয়ালপিন্ডিতে আজ শনিবার দ্বিতীয় দিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রথম ওভারের ৬ষ্ঠ বলেই আব্দুল্লাহ শফিককে (০) বোল্ড করে দেন ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা তাসকিন আহমেদ। এরপরই ১০৭ রানের বড় জুটি গড়ে বিপদ সামাল দেন সাইম আইয়ুব আর অধিনায়ক শান মাসুদ। দুজনেই ফিফটি তুলে নেন। ৬৯ বলে ২ চার ৫৭ রান করা মাসুদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। সেই মিরাজের বলেই ৫৮ রান করা আইয়ুবকে স্টাম্পড করেন লিটন দাস। এরপর সৌদ শাকিলকে (১৬) বোল্ড করে দ্বিতীয় শিকার ধরেন তাসকিন।
পাকিস্তানকে অল-আউট করা সম্ভব হয়েছে। পাঁচ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। এটা তার ক্যারিয়ারের দশম পাঁচ উইকেট। শেষবেলায় ব্যাটিংয়ে নেমে ২ ওভারে বিনা উইকেটে ১০ রান তুলেছে বাংলাদেশ।