আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

সেনাবাহিনী পরিচালিত বেসরকারি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) এসএসসি ও এইচএসসির জিপিএ এবং ভর্তির জন্য লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়।

এর মধ্যে এএফএমসি ক্যাডেটের (বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান করবেন) ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’- চারটি গ্রুপে ১১৩ জনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। তাদের আগামী ২ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে এএফএমসি, ঢাকা সেনানিবাসে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (এএমসি ক্যাডেট) এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার (এএফএমসি ক্যাডেট) জন্য প্রত্যেককে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসির মূল সনদ, নম্বরপত্র, নাগরিকত্বের সনদ ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ উপস্থিত হতে বলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *