Admission Test

আসছে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি, পদ প্রায় ২৮০০

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশের কথা থাকলেও তা প্রকাশের সম্ভাবনা কম। তবে দ্রুত সময়ের মধ্যে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। এ বিসিএসের জন্য প্রায় দুই হাজার ৮০০ পদের চাহিদা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি)

নাম অপ্রকাশিত রাখার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘৫০তম বিসিএসের জন্য প্রায় দুই হাজার ৮০০ পদে নিয়োগের চাহিদাপত্র পিএসসিতে পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৭০০ এর বেশি ক্যাডার পদ। আর নন-ক্যাডারের জন্য প্রায় এক হাজার পদের চাহিদা পাঠানো হয়েছে। নন-ক্যাডার পদের সংখ্যা কম বেশি করার সুযোগ রয়েছে।

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানতে চাইলে পিএসসির এক কর্মকর্তা বলেন, ‘চলতি সপ্তাহে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নন-ক্যাডারের পদ যাচাই-বাছাই করতে হয়, সেজন্য চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা খুবই কম। তবে পিএসসি চেষ্টা করছে আগামী সপ্তাহের মধ্যে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *