NCTB

শিক্ষকরা কোটায় এমপি হতে চান

শিক্ষকরা কোটায় এমপি হতে চান

NCTB

কোটা সংস্কার আন্দোলনের জেরে সরকারের পট পরিবর্তনের ঠিক দুই মাসের মাথায় এসে এবার কোটায় সংসদ সদস্যপদ বা এমপি হতে চাইলেন শিক্ষকরা।

শনিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে বিএনপিপন্থি শিক্ষক সংগঠন ‘শিক্ষক-কর্মচারী ঐকজোট’ আয়োজিত ‘শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা’ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে কোটায় ৩ শতাংশ সংসদ সদস্যপদের আবদার জানিয়েছেন সংগঠনটির মহাসচিব অধ্যক্ষ সি এম মাহমুদ। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ঐক্যজোটের মহাসচিব অধ্যক্ষ সি এম মাহমুদ বলেন, সংসদ নির্বাচনে আমাদেরকে ৩ শতাংশ কোটা দিতে হবে। ৩ শতাংশ মানে আমাদের এই শিক্ষক-কর্মচারী ঐক্যজোট থেকে ৯ জনকে এমপি নমিনেশন দিতে হবে হবে হবে। এটাই আজকে আমাদের বড় চাওয়া।

ঐক্যজোটের সভাপতি সেলিম ভূঁইয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি আমাদের নেতা আবার বিএনপির স্থায়ী কমিটিরও নেতা। আমাদের বিএনপির কাছে চাওয়া আগের মতো ধোঁকা দিলে হবে না। আমি সাক্ষী আমরা কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পেতাম না, কোন সম্মান পাই নাই। আমাদের বড় চাওয়াটাই সম্মান। আজকে আমাদের একটাই দাবি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *