বন্যার্তদের জন্য ঢাবি টিএসসি :৩০ ট্রাক পরিমাণ খাবার ও পোশাক
দেশের বন্যার্ত এলাকার মানুষদের সহায়তার জন্য শুক্রবার ৮৬ লক্ষ ২২ হাজার একশ বাহাত্তর টাকা নগদ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।
ত্রাণ সংগ্রহে থাকা সমন্বয়ক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার নগদ অর্থের পাশাপাশি সংগ্রহ করা হয়েছে শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষধ, স্যালাইন এবং পোশাক। এছাড়াও সংগ্রহ করা হয়েছে গবাদি পশুর খাবারও। এদিন যে পরিমাণ ত্রাণ সামগ্রী উঠানো হয়েছে, তা বন্যা দুর্গত এলাকাগুলোতে পৌছাতে ৩০টির মতো ট্রাক লাগবে।
ভারতীয় ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে দেশের ১২টি জেলা। ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে, পাহাড় ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোমবার (১৯ আগস্ট) থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৩ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও দুজন।