পাকিস্তানকে জবাব দিচ্ছে বাংলাদেশ

তৃতীয় সেশনে পাকিস্তানি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে মুশফিকুর রহিম ও লিটন দাস। ষষ্ঠ উইকেটে ৯৮ রানের জুটি গড়ে প্রতিপক্ষ বোলারদের দুঃস্বপ্ন উপহার দিয়েছেন দুজনে। রাওয়ালপিন্ডিতে লিটন ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন।

ক্যারিয়ারের ১৭তম ফিফটি করার পথে নাসিম শাহর এক ওভারে ১৮ রান নিয়েছেন তিনি। ওই ওভারেই ৫২ বলে ফিফটিও পূর্ণ করেন তিনি। অন্যদিকে অ্যাংকরের ভূমিকা পালন  করা মুশফিক ক্যারিয়ারের ২৮তম ফিফটি পেয়েছেন। আগামীকাল পাকিস্তানের চেয়ে ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবেন তারা।
মুশফিকের ৫৫ রানের বিপরীতে ৫২ রানে অপরাজিত আছেন লিটন। 

এর আগে গতকালের দলীয় ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। দলীয় সংগ্রহে ৪ রান যোগ হতেই মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে ড্রেসিংরুমে ফেরেন জাকির হাসান। নাসিম শাহর বলে ১২ রানে উইকেটরক্ষক রিজওয়ানের হাতে তালুবন্দি হন বাঁহাতি ব্যাটার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *