রোবোটিক্স ওয়ার্কশপ ২০২৫ উপলক্ষে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
রোবোটিক্স ওয়ার্কশপ ২০২৫ উপলক্ষে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :
মাইলস্টোন কলেজের রোবোটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাব কর্তৃক আয়োজিত “রোবোটিক্স ওয়ার্কশপ ২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভাটি অনুষ্ঠিত হয় ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, কলেজের স্থায়ী ক্যাম্পাসে। এতে সভাপতিত্ব করেন ক্লাবের মডারেটর জনাব সাইদুর রহমান। সভায় ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় মূলত ওয়ার্কশপের প্রস্তুতি, কর্মসূচির সূচিপত্র, দায়িত্ব বণ্টন, অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন পদ্ধতি, নিরাপত্তা, অতিথি আমন্ত্রণ এবং পুরস্কার বিতরণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর ২০২৫, লে. কর্ণেল (অব) এম.কামাল উদ্দিন হলে। এতে থাকবে Drone Show, Project Presentation, এবং অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ।
সভা শেষে সভাপতি ও সদস্যবৃন্দ ওয়ার্কশপটি সফল করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতার আশ্বাস দেন।
গর্বিত মিডিয়া পার্টনার এভরিডে ক্যাম্পাস।