বেসরকারি শিক্ষকদের বদলিতে প্রাধান্য পাবে তিন বিষয়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধীত বদলি নীতিমালার খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দূরত্বকে। এরপর ধাপে ধাপে অন্যান্য বিষয় বিবেচনা করে শিক্ষকদের বদলি করা হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, শিক্ষকদের বদলির ক্ষেত্রে দূরত্বের পর নারী শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে। এরপর গুরুত্ব পাবে জ্যেষ্ঠতা। এরপর অন্যান্য শর্ত পূরণ করা সাপেক্ষে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে বিভাগের এক কর্মকর্তা ‘শিক্ষকদের বদলির ক্ষেত্রে দূরত্বটাই আসল। কেননা দিনাজপুরের একজন শিক্ষক সিলেটে কর্মরত রয়েছেন। বদলিটা সবচেয়ে বেশি তারই প্রয়োজন। এজন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দূরত্বকে বিবেচনা করা হচ্ছে।’
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষকদের বদলির জন্য টেলিটক একটি মডিউল তৈরি করছে। ওই মডিউল নিয়েই আগামী বুধবার মাউশিতে কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার পর বদলি শুরু করার বিষয়ে বলা যাবে।সভায় শিক্ষা মন্ত্রণালয়, টেলিটক এবং মাউশির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় সফটওয়্যারের ডেমো প্রদর্শনের কথা রয়েছে।’
জানা গেছে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দ্বিতীয় দফায় ইনডেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায়।





