DU

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ৪ হল পরিদর্শন করল বুয়েটের বিশেষজ্ঞ টিম

ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের জন্য বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ৪টি হল পরিদর্শন করেছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) পরিদর্শন করা হলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, সলিমুল্লাহ মুসলিম হল, রোকেয়া হল এবং স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল।

বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের পরিদর্শন রিপোর্ট: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের অভ্যন্তরে অবস্থিত ৩ (তিন) তলা বিশিষ্ট “শিকদার মনোয়ারা” ভবনটি পরিদর্শনকালে দেখা যায়, ভূমিকম্পের পরে ভবনটির মূল কাঠামো ( Beam-Column) অটুট রয়েছে এবং এতে কোন ফাটল সৃষ্টি হয়নি।

হাজী মুহম্মদ মুহসীন হল
হাজী মুহম্মদ মুহসীন হলের মোট ১৭৫টি কক্ষের মধ্যে ৬২টি কক্ষের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া ৩য় তলার কক্ষ, বারান্দার সিলিং, ড্রপ ওয়াল, পেরাপেট ওয়াল, বাথরুম, মসজিদ, ডাইনিং এর ছাদের উপর ফেরোসিমেন্টের কাজ এবং রিডিং রুমের সিলিং এর কাজসহ নিচতলার বারান্দার সিলিং এর কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সূর্যসেন হল
সূর্যসেন হলের মোট ১৪১টি কক্ষের মধ্যে ৬ষ্ঠ তলার ১৬টি, ৫ম তলার ৪৯টিসহ ৬৫টি কক্ষ এবং ৬ষ্ঠ ও ৫ম তলার বারান্দা/করিডোর, নিচ তলার ক্যান্টিন ও বাথরুমের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া অন্যান্য তলার কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১২১টি কক্ষের মধ্যে দক্ষিণ ব্লকের ৭টি কক্ষের কাজসহ ৫ম ও ৪র্থ তলার বারান্দা, দক্ষিণ ব্লকের নিচ তলার পশ্চিম পার্শ্বের বাথরুম, রিডিং রুমসহ উত্তর ব্লকের ছাদের উপর ফেরোসিমেন্টের ঢালাই এর কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া হলের অন্যান্য তলার ভিতর ও বাইরের কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *