আবেদন শুরু ১ নভেম্বর ক্যাডেট কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
সকল ক্যাডেট কলেজের ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ। আগামী ২৭ ডিসেম্বর লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল ক্যাডেট কলেজে ২০২৬ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
এতে জানানো হয়, আগামী ১ নভেম্বর সকাল ৮টা থেকে ১০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট কলেজের ওয়েবসাইট www.cadetcollege.army.mil.bd অথবা ক্যাডেট কলেজের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট
https://cadetcollegeadmission.army.mil.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।





