তানজিদের ছক্কার রেকর্ড
বাংলাদেশের উঠতি ওপেনার তানজিদ তামিম ফের প্রমাণ করলেন, কেন দেশের টি–টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ তিনি। এশিয়া কাপের ১৭তম আসরে ‘ডু অর ডাই’ ম্যাচে তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। এতে লাল-সবুজের জার্সিতে চলতি বছরে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তারই দখলে।
মূলত এদিন প্রথম ছক্কা হাঁকানোর পরই এক পঞ্জিকাবর্ষে দেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড নিজের করে নেন তামিম। চলতি বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২৬টি ছক্কা তার। চলতি বছরই ২৩টি ছক্কা নিয়ে দুইয়ে পারভেজ ইমন।