REC-campaign

মাইলস্টোন কলেজে রোবোটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর

মাইলস্টোন কলেজে রোবোটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৫:
আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, মাইলস্টোন কলেজের রোবোটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাব এর উদ্যোগে একটি দিনব্যাপী রোবোটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে যাচ্ছে,  ওয়ার্কশপটি কলেজের স্থায়ী ক্যাম্পাসের লে. কর্ণেল (অব) এম.কামাল উদ্দিন হল-এ অনুষ্ঠিত হবে।

ওয়ার্কশপে সভাপতিত্ব করবেন মাননীয় অধ্যক্ষ  মো. জিয়াউল আলম, মাইলস্টোন কলেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. ইঞ্জি. মো. আহসান হাবিব , চেয়ারপার্সন, সিএসই বিভাগ, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

কিনোট  স্পিকার  বাংলাদেশের স্বনামধন্য  ড্রোন   প্রশিক্ষক ও কনসালট্যান্ট    জুবায়ের আল বিল্লাল খান।

REC-campaign
REC-campaign

এছাড়াও ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন এবং ওয়ার্কশপ কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

  • ওয়ার্কশপের মূল আকর্ষণ থাকবে:
    – Drone Show
    – Project Presentation
    – সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ

ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য নবম,দশম,দ্বাদশ ও এইচ এস সি -২০২৫ শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। আয়োজক ক্লাব সূত্রে জানা গেছে, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তি চর্চা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত  করা হবে।

রোবোটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাব মাইলস্টোন কলেজ এর পক্ষ থেকে আগ্রহী সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থেকে ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

উক্ত ওয়ার্কশপটিতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এভরিডে ক্যাম্পাস।

—–প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *