মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার দাবি গুচ্ছের পক্ষে অধিকাংশ বিশ্ববিদ্যালয়
২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবক চান, গুচ্ছ ভর্তি পদ্ধতি থাকুক। তবে গুচ্ছ থেকে বের হয়ে একক পরীক্ষার উদ্যোগ নিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। একই পথ অনুসরণ করতে চায় আরও কিছু বিশ্ববিদ্যালয়। যার ফলে গুচ্ছ ভর্তি পদ্ধতি নিয়ে দেখা গেছে অনিশ্চয়তা। এ অবস্থায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠক থেকে জানা গেছে, গুচ্ছের পক্ষেই আছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়। এজন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করতে চায়। পাশাপাশি গুচ্ছের কার্যক্রম কার্যক্রম দ্রুত শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা দাবি করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো।
শনিবার (২১ ডিসেম্বর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর সভায় এমন নির্দেশনার আহ্বান জানিয়েছেন উপাচার্যরা। রাত ৯টায় ভার্চুয়ালি শুরু হওয়া এ সভা শেষ হয় সাড়ে ১১টার পর।
সভায় গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি প্রক্রিয়াতে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। ৩টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা চেয়েছে। গুচ্ছ থেকে বের হয়ে যাওয়া চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় কঠোর নির্দেশনা পেলে গুচ্ছে ফিরে আসার কথা জানিয়েছে।






