বুটেক্সের ভর্তি পরীক্ষা
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুটেক্সের মূল ক্যাম্পাসসহ ঢাকার আরও তিনটি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স),
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ,
ঢাকা সিটি কলেজ এবং
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য ১৫ হাজার ৫৫৭ জন প্রার্থীর মধ্যে ১২ হাজার ১৪০ জন ভর্তিচ্ছু প্রবেশপত্র সংগ্রহ করেছেন।



