ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। আজ বিকেলে এ ফলাফল প্রকাশ করা হবে বলে অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে। গত ৬ ডিসেম্বর বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২টায়।
ফলাফল কখন প্রকাশ করা হবে, জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম রবিবার (৪ জানুয়ারি) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফলাফল আমাদের কাছে এসেছে। শেষ সময়ের যাচাই-বাছাই চলছে। আশা করছি, বিকেলে দিয়ে দিতে পারব।’
গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা শহর, বাইরের চারটি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়। ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৩২ জন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।



