july_revolution

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও সাবেক  ৭৩ জন সনদ স্থায়ীভাবে বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও সাবেক  ৭৩ জন সনদ স্থায়ীভাবে বাতিল

সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে দিবাগত রাত সাড়ে ৩ টায় হামলায় জড়িতদের চুড়ান্ত বিচারের ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত অধ্যায়নরত ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও সাবেক  ৭৩ জন  বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদ স্থায়ীভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

ব্রিফিংয়ে তিনি বলেন, গত বছরের জুলাই আন্দোলনে হামলাকারী অভিযুক্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন, তাদের মধ্যে ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ১৩০ জন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত বর্তমান শিক্ষার্থী।

অভিযুক্ত অধ্যায়নরত ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

৩৭ জন শিক্ষার্থীকে ২ বছরের, ৮ জনকে ১ বছরের জন্য ও ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বর্তমান ২০ শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *