medical

জানুয়ারিতে মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে

নীতিমালায় আসছে পরিবর্তন

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসে আয়োজনের বিষয়ে আলোচনা করছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এবার ভর্তি নীতিমালায় ব্যাপক পরিবর্তন আসতে পারে। সুযোগ পেতে পারেন মানোন্নয়নের শিক্ষার্থীরাও।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য তৈরিকৃত নীতিমালা সংস্কার করা হবে। দরিদ্র কোটায় ভর্তি যোগ্যদের মাপকাঠি নির্ধারণ, এইচএসসির মানোন্নয়নের শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া, জিপিএ নম্বর কমিয়ে আনাসহ বেশ কিছু বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে।

মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত নীতিমালায় সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে নম্বরের ক্ষেত্রে। ১২০ নম্বরের পরীক্ষা আয়োজন করা হতে পারে। এক্ষেত্রে ১০০ নম্বর থাকবে এমসিকিউ-এর উপর। আর অবশিষ্ট ২০ নম্বর থাকবে জিপিএ-এর উপর। তবে এটি একেবারেই অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি —কর্মকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি নীতিমালায় পরিবর্তন আসবে কি না সেটি এখনই বলা যাচ্ছে না। এইচএসসির ফল প্রকাশের পর আমরা সভায় বসবো। তখন স্টেক হোল্ডারদের সভায় বিষয়গুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক কর্মকর্তা বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের বেশ কিছু দাবি রয়েছে। এ দাবিগুলো বিবেচনা করে আমরা নীতিমালায় কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবছি। তবে এটি একেবারেই প্রাথমিক আলোচনা। স্টেক হোল্ডারদের সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *