৪৭তম বিসিএসের পরীক্ষা কি পেছাচ্ছে?
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে গত কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরিপ্রার্থীরা। এ দাবিতে সংবাদ সম্মেলন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সামনে অবস্থান কর্মসূচিও পালন করা হয়েছে। তবে আপাতত এ বিসিএসের পরীক্ষা পেছানোর চিন্তা নেই পিএসসির।
মঙ্গলবার পিএসসির শীর্ষ এক কর্মকর্তা প্রতিটি বিসিএসের জন্য একটি করে রোডম্যাপ তৈরি করা হয়েছে। এই রোডম্যাপ অনুযায়ী পরীক্ষা না নিলে বিসিএসের জট কাটবে না। সেজন্য আমরা এ বিসিএসের লিখিত পরীক্ষা যথাসময়ে নিতে চাই। লিখিত পরীক্ষা পেছানো হলে মৌখিক পরীক্ষা, চূড়ান্ত সুপারিশ সবকিছুই পিছিয়ে যাবে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘চাকরিপ্রার্থীরা বলছেন তাদের প্রস্তুতি নিতে সময় প্রয়োজন। যারা বিসিএসে চূড়ান্ত সুপারিশ পান, তারা অনেক আগে থেকেই বিসিএসের প্রস্তুতি শুরু করেন। যাদের প্রস্তুতি নেই, তাদের দুইমাস কেন, এক বছর সময় দিলেও তারা লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন না। কাজেই আমরা আগামী ২৭ নভেম্বর পরীক্ষা নিতে চাই। তবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো সুপারিশ আসলে তখন কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আপাতত পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা আমাদের নেই।





