july_revolution

রক্ত পিপাসু জুলাই

রক্ত পিপাসু জুলাই

সাইয়ারা রহমান

জুলাই জুলাই জুলাই
ভুলিনি আমরা তোমায়

কত শত রক্তে শহীদদের
ভিজিয়েছো রণ যাত্রায়

বাসা বারান্দা কিংবা ছাদে দাওনি কাউকেই থাকতে

july_revolution
july_revolution

বৃদ্ধ থেকে শিশু করোনি ক্ষমা কিন্তু।

কিবা তাদের দোষে কেড়ে নিয়েছো জীবন শেষে
পথ হতে পথান্তরে কত মানুষ যে মিছিল করে

এক একটি গুলি যেন তাদেরই পিছু করে

কেউবা হারায় আপনজন কেউবা অচেনা মানুষজন

রাজনীতির চাপে পড়ে উঠে ছিলে দানব হয়ে

রক্ত পিপাসায় বিভোর হয়ে গ্রাস করেছ সহস্রকে

এই ছিলনা শুধু তোমার মান
গেয়ে যাই তোমার গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *