রক্ত পিপাসু জুলাই
রক্ত পিপাসু জুলাই
সাইয়ারা রহমান
জুলাই জুলাই জুলাই
ভুলিনি আমরা তোমায়
কত শত রক্তে শহীদদের
ভিজিয়েছো রণ যাত্রায়
বাসা বারান্দা কিংবা ছাদে দাওনি কাউকেই থাকতে

বৃদ্ধ থেকে শিশু করোনি ক্ষমা কিন্তু।
কিবা তাদের দোষে কেড়ে নিয়েছো জীবন শেষে
পথ হতে পথান্তরে কত মানুষ যে মিছিল করে
এক একটি গুলি যেন তাদেরই পিছু করে
কেউবা হারায় আপনজন কেউবা অচেনা মানুষজন
রাজনীতির চাপে পড়ে উঠে ছিলে দানব হয়ে
রক্ত পিপাসায় বিভোর হয়ে গ্রাস করেছ সহস্রকে
এই ছিলনা শুধু তোমার মান
গেয়ে যাই তোমার গান।





