ভর্তির আগেই এক বছরের সেশনজটে সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের আন্দোলনের পর গত মার্চে রাজধানীর সাত সরকারি কলেজকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামকরণ করা হয়। এরপর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়া শুরু করে কলেজটির প্রশাসনের দায়িত্ব থাকা সংশ্লিষ্টরা। তবে এই সেশনে সব বিশ্ববিদ্যালয়-কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে ক্লাস শুরু হলেও সাত কলেজ নিয়ে গঠিত প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়টি এখনো পূর্ণাঙ্গভাবে ভর্তি কার্যক্রমই সম্পন্ন করতে পারেনি।
এরই মধ্যে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে কয়েকটি বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নিয়েছে। ফলে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার আগেই এক বছরের সেশনজটে পড়েছেন বলে জানিয়ে সংশ্লিষ্টারা।
জানা গেছে, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক), রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করেছে। কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ইতোমধ্যেই প্রায় এক বছরের সেশনজটে আটকে পড়ায় তাদের মধ্যে গভীর হতাশা দেখা দিয়েছে।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বলছেন, হতাশার বিষয় হলো এখনো আমাদের ভর্তি কার্যক্রমই পুরোপুরি শেষ হয়নি। যখন ঢাবি, জাবি ও অন্যান্য বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তখন আমরা এখনও আগের বছরের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়াই সম্পন্ন করতে পারিনি। এতে আমরা কমপক্ষে এক বছর পিছিয়ে গেছি।
নবীন শিক্ষার্থী রায়হান হোসেন জানান, ‘অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ না থাকায় আমি এ বিশ্ববিদ্যালয়েই ক্লাস শুরুর অপেক্ষায় আছি। আশা করছি দ্রুত কার্যকর আইন, স্পষ্ট সিলেবাস ও একাডেমিক কাঠামো প্রণয়নের মাধ্যমে আমাদের পড়াশোনায় কোনো দেরি হবে না। বর্তমানে আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থার ওপরই নির্ভরশীল।’





