নতুনভাবে পাস ১১৩ জন ১৮তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ
নতুনভাবে পাস ১১৩ জন ১৮তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ
চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশোধিত এ ফলে নতুন করে আরও ১১৩ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।এনটিআরসিএর পরিচালক (যুগ্ম সচিব) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি গত ১৫ জুন সই করা হলেও তা প্রকাশ করা হয়েছে আজ ২৩ জুন (সোমবার)। এর আগে, ৪ জুন বিকেল ৫টায় ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হন। ওই ফল প্রকাশের ১১ দিন পর, অর্থাৎ ১৫ জুন সংশোধিত ফলের বিজ্ঞপ্তিতে সই করা হয়। তবে সেটি প্রকাশে আরও সাতদিন সময় লেগে যায়।
এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে ৬০ হাজার ৫২১ জন উত্তীর্ণ হন।
তবে চূড়ান্ত ফল প্রকাশের পর কিছু প্রার্থী ফলাফল না পেয়ে আপত্তি জানান। বিষয়টি খতিয়ে দেখে এনটিআরসিএ জানতে পারে, ২৩ মার্চ ২০২5 অনুষ্ঠিত একটি পরীক্ষার ফলাফল কারিগরি ত্রুটির কারণে ৪ জুন প্রকাশিত চূড়ান্ত ফলাফলে অন্তর্ভুক্ত হয়নি।





