স্কুল-কলেজ এমপিওভুক্তির শর্ত শিথিল হচ্ছে, বিলুপ্ত হচ্ছে জ্যেষ্ঠ প্রভাষক পদ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির শর্ত শিথিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল-কলেজে জ্যেষ্ঠ প্রভাষক পদ থাকছে না। এর পরিবর্তে সহকারী অধ্যাপক পদ যুক্ত করা হচ্ছে। সংশোধন হতে যাওয়া নীতিমালায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির মানদণ্ডে বেশ কিছু পরিবর্তন আনা হবে। এর মধ্যে কাম্য শিক্ষার্থী সংখ্যা কমানো এবং পাসের হারও কমানো হতে পারে। শহরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সংখ্যা কিছুটা বাড়ানো হতে পারে। বিষয়টি সভায় চূড়ান্ত করা হবে। এজন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ সংশোধনের জন্য চূড়ান্ত সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে এমপিও নীতিমালা সংশোধনী সভা অনুষ্ঠিত হবে। সভায় অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষকদের এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিদ্যমান এমপিও নীতিমালার কিছু বিষয়ে সংশোধন করা হবে।সভায় কী সিদ্ধান্ত হয়, কি না হয় তা আগে বলা সম্ভব নয়। সভার রেজ্যুলেশন বের হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে
সাড়ে চার বছর পর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক কলেজের শিক্ষকদের পদোন্নতির কাঠামোতে বড় পরিবর্তন আনা হলো। নীতিমালায় ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদটি বিলুপ্ত করে ‘সহকারী অধ্যাপক’ পদে পদোন্নতির সুযোগ চালু করা হয়েছে। এর ফলে এমপিওভুক্ত উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রভাষকেরা আবারও পদোন্নতির সুযোগ পাচ্ছেন। সহকারী অধ্যাপক পদের যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড আগের জ্যেষ্ঠ প্রভাষক পদের মতোই রাখা হয়েছে।





